সোনালী ব্যাংকের ২৯তম শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসি-এর ২৯তম শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালনা পর্ষদ কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. জুবায়ের মোহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শরী’আহ কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী, শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, মো. আব্দুল আউয়াল সরকার, ড. মুহাম্মদ রুহুল আমিন রাব্বানী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

এছাড়াও, ব্যাংকের এমডি অ্যান্ড সিইও (অতিরিক্ত দায়িত্ব) জনাব খান ইকবাল হোসেন, কোম্পানি সেক্রেটারি মো. মাহতাব হোসেন, জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহের, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ কামরুল আলম সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকের শরী’আহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের অগ্রগতি, নীতিমালা পর্যালোচনা এবং শরী’আহ সম্মত সেবা নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

আরো