পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনেও গতি বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এ দিন যেকটি সিকিউরিটিজের দরপতন হয়েছে, তার চেয়ে ৩ গুণ বেশি সংখ্যকের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো সূচকে উত্থান হয়েছে। পাশাপাশি সার্বিক লেনদেনও কিছুটা বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৯টির। বিপরীতে কমেছে ৮০টির। আর ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৪২টি, ‘বি’ ক্যাটাগরির ৫৭টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৫০টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৫০ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৯৫ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৮ পয়েন্টে অবস্থান করছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডরিন পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

বিকালে আসছে ১৮ কোম্পানির ইপিএস-ডিভিডেন্ড

আজ ডিএসইতে গতকালের তুলনায় ১১৩ কোটি ৫৭ লাখ টাকা লেনদেন বেড়েছে। এদিন মোট ৪৬৮ কোটি ৬১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৩৫৫ কোটি ৪ লাখ টাকা।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সবগুলো মূল্যসূচক বেড়েছে। এদিন অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ার পাশাপাশি লেনদেনও আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ১২৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪১৩ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ৮১ পয়েন্ট কমে ৮ হাজার ৮৮২ পয়েন্টে নেমেছে।

সিএসইতে মোট ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১০টির দর বেড়েছে এবং কমেছে ৫৮টির। আর ২৬টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল।

আজ সপ্তাহের শেষ কার্যদিবসে এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ১৫ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল ১২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল।

আরো